এস এস সি পরীক্ষার অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী (Practice Set) (গুরুত্বপূর্ণ -100)


 1)গিরিশচন্দ্র ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? 

ক) দীপক

খ) পূর্ণিমা

গ) কৃত্তিবাস

ঘ) সাধারনী

2) "বেপরোয়া" পত্রিকার সম্পাদক ছিলেন-

ক) সমরেশ বসু

খ) মহাশ্বেতা দেবী

গ) লীলা মজুমদার

ঘ) বনফুল

3)শক্তি চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? 

ক) সাহিত্য পত্র

খ) নবযুগ

গ) পরিচয়

ঘ) কৃত্তিবাস

4)"সওগাত" পত্রিকার সম্পাদক ছিলেন-

ক) সৈয়দ মুজতবা আলি

খ) নজরুল ইসলাম

গ) জীবনানন্দ দাশ

ঘ) সুভাষ মুখোপাধ্যায়

 5) পরশুরাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? 

ক) অবোধবন্ধু

খ) চলন্তিকা

গ) বর্তিকা

ঘ) কলিকলম 

6) জীবনানন্দ দাশ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? 

ক) দীপক

খ) দৈনিক স্বরাজ

গ) কালিকলম

ঘ) ভারতবর্ষ

7) "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসের পূর্বনাম কী? 

ক) প্রতিশ্রুতি

খ) উৎসর্গ 

গ) শিশু

ঘ) সত্যবতী

8) কেহ কাঁদে ,কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা। - কোন কাল? 

ক) সাধারণ বর্তমান

খ) ঘটমান বর্তমান

গ) পুরাঘটিত বর্তমান

ঘ) বর্তমান অনুজ্ঞা

 9) পিপীলিকা > কিপিল্লিকা - ধ্বনি পরিবর্তন। 

ক) বিপর্যাস

খ) মধ্য ব্যঞ্জনলোপ

গ) সমীভবন

ঘ) বিষমীভবন

10)#গিরি - পদ পরিবর্তন

ক) গৈরিক

খ) গিরীশ

গ) গিরীন

ঘ) ক ও খ সঠিক

11)#চতুর্দশপদী কবিতাবলী -

ক) শক্তি চট্টোপাধ্যায়

খ) সুভাষ মুখোপাধ্যায়

গ) বিষ্ণু দে

ঘ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত

12) #রামচন্দ্র ছদ্মনাম -

ক) ঈশ্বরগুপ্ত

খ) বিনয় ঘোষ

গ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 13)গামোছা > গামছা

ক) দ্বাক্ষ্যরথা

খ) স্বরভক্তি

গ) মধ্য স্বরাগম

ঘ) মধ্যস্বরলোপ

14) সতীনাথ ভাদুড়ী কোন উপন্যাসে প্রথম চিন্তন চিহ্ন (....) ব্যবহার করেন? 

ক) জাগরী

খ) অচিন রাগিণী

গ) চিত্রগুপ্তের ফাইল

ঘ) ঢোঁড়াই চরিত মানস


15)"প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসের পূর্বনাম কী? 

ক) প্রতিশ্রুতি

খ) উৎসর্গ 

গ) শিশু

ঘ) সত্যবতী

16) বলীরামপুর জুটমিলের শ্রমিক আন্দোলন নিয়ে রচিত উপন্যাস -

ক) চিত্রগুপ্তের ফাইল

খ) কৃষ্ণকান্তের উইল

গ) জাগরী

ঘ) মহাকলের রথের ঘোড়া

17)"শেষ কথা" ছোটগল্পটি প্রকাশিত হয় -

ক) বিচিত্রা

খ) আনন্দবাজার

গ) চতুরঙ্গ

ঘ) শনিবারের চিঠি

18) রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় নি -

ক) ভারতী

খ) চার অধ্যায়

গ) করুনা

ঘ) বিসর্জন

19) রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় নি -

ক) গোরা

খ) করুনা

গ) ভারতী

ঘ) খ ও গ সঠিক

20) "শোধবোধ" নাটকটি যে গল্পের নাট্যরূপ -

ক) কর্মফল

খ) রবিবার

গ) ভিখারিণী

ঘ) তিনপুরুষ

21) "গণদেবতা" উপন্যাসটির প্রকাশকাল -

ক) ১৯৪০

খ) ১৯৪২

গ) ১৯৪৪

ঘ) ১৯৪৬

22)"পদ্মানদীর মাঝি" উপন্যাসটির প্রকাশকাল -

ক) ১৯৪০

খ) ১৯৩৮

গ) ১৯৩৬

ঘ) ১৯৩৫

23) "মহাকালের রথের ঘোড়া" ছোটগল্পটি রচনা করেন-

ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

খ) মহাশ্বেতা দেবী

গ) সতীনাথ ভাদুড়ী

ঘ) সমরেশ বসু

24) বাংলাদেশ ও ত্রিপুরার ইতিহাস নিয়ে রচিত রবীন্দ্রনাথের উপন্যাস -

ক) নৌকাডুবি

খ) রাজর্ষি

গ) ঘরে বাইরে

ঘ) যোগাযোগ

25) "যোগাযোগ" উপন্যাসটি কোন পত্রিকায় "তিনপুরুষ" নামে প্রকাশিত হয়? 

ক) আনন্দবাজার

খ) চতুরঙ্গ

গ) বিচিত্রা

ঘ) কবিতা

 26)"ধাত্রীদেবতা" উপন্যাসের পূর্বনাম -

ক) জমিদারের মেয়ে

খ) চন্ডীমন্ডপ

গ) বেনের বসতি

ঘ) বেনের মেয়ে

27) "বলাকা" কাব্যগ্রন্থের পূর্বনাম -

ক) বাস্তবিক

খ) আগল ভাঙা পাখি

গ) ঝড়ের পাখি

ঘ) ঝড়ের খেয়া

 28)"চৈতালী ঘূর্ণি" উপন্যাসের পূর্বনাম-

ক) নগরবাসী

খ) শ্মশান

গ) শ্মশানের পথে

ঘ) চন্ডীমন্ডপ

29) " আরোগ্য নিকেতন " উপন্যাসের পূর্বনাম -

ক) সঞ্জীবন ফার্মেসি

খ) সঞ্জীবন পাঠশালা

গ) আরোগ্য

ঘ) ক ও খ সঠিক

30) ষষ্ঠীচরন দেবশর্মা ছদ্মনাম ব্যবহার করতেন -

ক) বিদ্যাসাগর

খ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত

গ) বিনয় ঘোষ

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 31)পাইয়োনিয়াম ছদ্মনাম ব্যবহার করতেন -

ক) জীবনানন্দ দাশ

খ) সৈয়দ মুজতবা আলি

গ) নজরুল ইসলাম

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

32)বি. বু.ব ছদ্মনাম ব্যবহার করতেন-

ক) বুদ্ধদেব বসু

খ) বিহারীলাল চক্রবর্তী

গ) শক্তি চট্টোপাধ্যায়

ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

33) শ্রমসুন্দর ছদ্মনাম ব্যবহার করতেন -

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) নজরুল ইসলাম

গ) বুদ্ধদেব বসু

ঘ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত

34) One day ticket কার রচিত নাটক? 

ক) পাবলো নেরুদা

খ) গ্যোয়েট

গ) ল্যাংস্টেন হিউজ

ঘ) হোমিংওয়ে

35) Book of Twilight কার কবিতা সংকলন? 

ক) শেকসপিয়র

খ) আন্তন চেকভ

গ) মপাসা

ঘ) পাবলো নেরুদা

36) রবীন্দ্রনাথ ঠাকুরের "তীর্থযাত্রী" কবিতাটি কোন কবিতার অনুবাদ? 

ক)  এলিয়টের Journey of the Magi

খ) টলস্টয়ের childhood

গ) এলিয়টের Murder in cathedral

ঘ) মপাসার Leaf strom

37) হৈমবতীসুতা, হলেন-

ক) কার্তিকেয়

খ) গণেশ

গ) অর্জুন

ঘ) কুম্ভকর্ণ

38) 'রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে,-বীর চূড়ামণি বলতে বলা হয়েছে-

ক) বিভীষণ

খ) ইন্দ্রজিৎ

গ) রামচন্দ্র

ঘ) রাবন

39) 'ঘুচাব এ অপবাদ,- কীভাবে ইন্দ্রজিৎ অপবাদ ঘুচাতে চেয়েছেন?

ক) চন্দ্রকে বধ করে

খ) লক্ষণকে বধ করে

গ) রিপুকুলকে বধ করে

ঘ) আত্মবিসর্জন দিয়ে

40) "তপন বিহ্বল দৃষ্টিতে তাকায় "-কারণ-

ক) আনন্দে

খ)রাগে

গ)অবিশ্বাসে 

ঘ)দুঃখে

41) ছেলেবেলা থেকেই তপন গল্প শুনেছে-

ক)দু -একটা 

খ)রাশি রাশি

গ) মামার মুখে

ঘ )ঠাকুমার মুখে

42) 'আগুন ধরে গেল,-কোথায় আগুন ধরে গেল?

ক)পর্বতে

খ)সমতলে

গ)জঙ্গলে

ঘ)মন্দিরে

43) আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল-

ক) কৃপণ

খ) দুর্বোধ

গ) নগ্ন

ঘ)সূর্যহীন স্থান

44) ছোটবেলায় লেখকদের লেখালেখির প্রথম উপকরণগুলি ছিল-

ক)খাগের কলম,মাটির দোয়াত,ভউজপত্র,ভেষজ কালি। 

খ)পালকের কলম,কাঁচের দোয়াত,ঘরে বানানো কোলিন। 

গ) বাঁশের কলম,মাটির দোয়াত,কলাপাতা,ঘরে তৈরি কালি। 

ঘ) পেন্সিল,রং। 

45) বর্মা ওয়েল কোম্পানি অবস্থিত ছিল-

ক) রেঙ্গুনে

খ) ভামোশহরে

গ) উত্তর ব্রহ্মদেশে

ঘ) গিরিটি শহরে

46) বধুদের যা তুলে ধরতে বলা হয়েছে, তা হল-

ক) চাবুক

খ) প্রদীপ

গ) মশাল

ঘ) কৃপণ

47)সিন্ধুতীরে বহিছে মাঞ্জাস ,মাঞ্জাস শব্দের অর্থ-

ক) জল জাহাজ

খ)ভেলা

গ) নৌকা

ঘ) লহর 

48)কতক্ষণ ধরে পঞ্চকন্যার চিকিৎসা চলেছিল?-

ক)তিন দন্ড

খ)চার দন্ড

গ)পাঁচ দণ্ড

ঘ)দুই দন্ড

49) মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম-

ক)প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

খ) প্রবোধ চন্দ্র বন্দোপাধ্যায়

গ) প্রবোধকুমার মুখোপাধ্যায় 

ঘ)শৈলজানন্দ মুখোপাধ্যায়

50) নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করেছে-

ক)চার বছর

খ)এক বছর

গ)পাঁচ বছর

ঘ)দুই বছর

51)নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল , তা হল –

ক) ফুটবল 

খ) ধুলো ছোড়াছুড়ি 

গ) ছোঁয়াছুঁয়ি

ঘ) দড়ি টানাটানি

 52)পদ পরিবর্তন - অধ্যয়ন

ক) অধীত

খ)  অধ্যায়ণরত

গ) অধ্যায়

ঘ) সবকটি সঠিক

 53)পদ পরিবর্তন - অন্তর

ক) আন্তরিক

খ) আন্তর

গ) অন্তরণ

ঘ) ক ও খ সঠিক

54) পদ পরিবর্তন - ঋজু

ক) ঋজুতা

খ) আর্জব

গ) আর্জ

ঘ) সবকটি সঠিক

55)পদ পরিবর্তন - স্ত্রী

ক) স্ত্রীন্য

খ) স্ত্রৈন্য

গ) সস্ত্রীক

ঘ) ক ও খ সঠিক

56) পদ পরিবর্তন - পান

ক) পানীয়

খ) পীত

গ) পাণি

ঘ) ক ও খ সঠিক

57)পদ পরিবর্তন - ঋষি

ক) আর্য

খ) ঋষভ

গ) আর্ষ

ঘ) ক ও গ সঠিক

58)পদ পরিবর্তন - প্রবাস

ক) প্রোষিত

খ) প্রবাসী

গ) প্রতিবেশী

ঘ) সবকটি সঠিক

 59)পদ পরিবর্তন - দান

ক) দানি

খ) দানব

গ) দাতা

ঘ) দত্ত

60)পদ পরিবর্তন - ঋতু

ক) ঋত

খ) ঋতম

গ) আর্তব

ঘ) সবকটি সঠিক

 61)পদ পরিবর্তন - প্রবাস

ক) প্রোষিত

খ) প্রবাসী

গ) প্রতিবেশী

ঘ) সবকটি সঠিক

 62)পদ পরিবর্তন - আরম্ভ

ক) আরব্ধ

খ) আরম্ভি

গ) আরদ্ধ

ঘ) ক ও গ সঠিক

63)পদ পরিবর্তন - অন্ত

ক) অন্ত্য

খ) অন্য

গ) অন্তর

ঘ) আন্ত

64) পদ পরিবর্তন - মান্দ্য

ক) মন্দ

খ) মান্য

গ) মান্দত্ব

ঘ) ক ও খ সঠিক

65) পদ পরিবর্তন - বপন

ক) বোপিত

খ) উপ্ত

গ) রোপন

ঘ) ক ও খ সঠিক

66)পদ পরিবর্তন - উৎসর্জন

ক) উৎসৃষ্ট

খ) উৎকৃষ্ট

গ) উৎকীর্ণ

ঘ) সর্জন

67)পদ পরিবর্তন - প্রশ্ন

ক) প্রশ্নোদ্ধৃত

খ) প্রশ্নোক্ত

গ) পৃষ্ঠ

ঘ) পৃষ্ট

68)পদ পরিবর্তন - ঈশ

ক) ঐশ

খ) ঈশা

গ) ঈশ্বর

ঘ) সবকটি সঠিক

69) পদ পরিবর্তন - আরোহণ

ক) আরব্ধ

খ) আরুব্ধ

গ) আরূঢ়

ঘ) ক ও গ সঠিক

70)পদ পরিবর্তন - অবসান

ক) অবসিত

খ) অবসন্ন

গ) আবাসিক

ঘ) আবাসন

71)পদ পরিবর্তন - অবধাণ

ক) অবধি

খ) অবধান্য

গ) অবসান

ঘ) অবহিত

72)চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস -

ক) যোগাযোগ

খ) গোরা

গ) চতুরঙ্গ

ঘ) ঘরে বাইরে

73)রবীন্দ্রনাথের স্ত্রী ভূমিকা বর্জিত উপন্যাস -

ক) রাজর্ষি

খ) গোরা

গ) মালঞ্চ

ঘ) করুণা

74) বাংলা সাহিত্য জগতে প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত উপন্যাস -

ক) চৈতালী ঘূর্ণি

খ)পথের পাঁচালী

গ) জাগরী

ঘ) ঢোঁড়াই চরিত মানস

75)মুরশিদিয়ার আসিক -

ক) শ্রীকৃষ্ণ

খ) শ্রীরাধা

গ) বাউল

ঘ) জুলিয়েট

76)বয়স বাড়ার সাথে সাথে দাম গল্পের কথকের জীবনের সমস্যা ছিল -

ক) মাস্টার মশাইকে ভয়

খ) জীবনে ভবিষ্যতের চিন্তা

গ) বিনিদ্র রাত্রিযাপন

ঘ) স্মৃতি ভ্রষ্ট

 77)মুনী দত্তের টীকার আবিষ্কারক -

ক) বিধুশেখর শাস্ত্রী

খ) প্রবোধচন্দ্র বাগচী

গ) সুকুমার সেন

ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

78)চলিত গদ্যে লেখা রবীন্দ্রনাথের একমাত্র প্রবন্ধগ্রন্থ -

ক) সভ্যতার সঙ্কট

খ) রাজা প্রজা

গ) য়ুরোপ প্রবাসীর পত্র

ঘ) পঞ্চভূত

 79)"ঘরে বাইরে" প্রবন্ধটি রচনা করেন -

ক) প্রমথ চৌধুরী

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) সৈয়দ মুজতবা আলি

ঘ) বিনয় ঘোষ

 80)"চতুরঙ্গ" প্রবন্ধটি রচনা করেন -

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) সৈয়দ মুজতবা আলি

গ) মীর মোসারফ হোসেন

ঘ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

81)দ্বিজেন্দ্রলাল রায় কোন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন? 

ক) পাষানী

খ) পরপারে

গ)আনন্দবিদায়

ঘ) ত্র্যহস্পর্শ

82)নীচের কোন নাটকের কাহিনী "রাজর্ষি" উপন্যাস থেকে গৃহীত? 

ক) বিসর্জন

খ) রাজা ও রাণী

গ) পরিত্রাণ

ঘ) তপতী

83)নীচের কোন উপন্যাসটির পূর্ব নাম "দেবতার ব্যথা'? 

ক) অপরাজিতা

খ) দৃষ্টিপ্রদীপ

গ) আদর্শ হিন্দু হোটেল

ঘ) দেবযান

84) "বীরাঙ্গনা" কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত -

ক) ওভিদের হিরোইডিস

খ) শব্দ নিয়ে খেলা

গ) দূরের আকাশ

ঘ)ওড টু নাইটেঙ্গেল

85) রাধারানী মালা গেঁথেছিল-

ক) কুন্দ ফুল

খ) কমলার ফুল

গ) বন ফুল

গ) জুঁই ফুল

86) 'যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি '-- উক্তি টি করেছেন যে কবি-

ক) শক্তি চট্টোপাধ্যায়

খ) সত্যেন্দ্রনাথ দত্ত

গ) বীরেন্দ্র চট্টোপাধ্যায়

ঘ) জীবনানন্দ দাশ

87) নজরুল ইসলামের রচনা নয় যেটি -

ক) বেলা শেষের গান

খ) চাষার সংগীত

গ) পন্ডিত মশাইয়ের ব্যাঘ্র শিকার

ঘ) ভাঙার গান

88) সেই পারি -ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি!-

ক) মিসেস সেভিয়ার

খ) মিস ম্যাকলাউড

গ) মিসেস বুল

ঘ)মিস নোবল

89) "প্রলয়োল্লাস " কবিতাটি কোন কাব্যগ্রন্থের ---

ক) সর্বহারা

খ) সাম্যবাদী

গ) সিন্ধু হিন্দোল

ঘ) অগ্নিবীনা

90) বনভূমির ওপারে কোন মনোভূমির দ'য়---

আলোচ্য পংক্তিতে দ'য় শব্দের অর্থ-

ক) দয়া

খ) সমুদ্র

গ) দেশ

ঘ) হ্রদ

91) ঘনাদা চরিত্র'টির স্রষ্টা-

ক) সুনীল গঙ্গোপাধ্যায়

খ) নারায়ন গঙ্গোপাধ্যায়

গ) সত্যজিৎ রায়

ঘ) প্রেমেন্দ্র মিত্র

92) তপনের মেসোমশাই একজন-

ক) লেখক

খ) সন্ধ্যাতারার সম্পাদক

গ) কথাশিল্পী

ঘ) প্রফেসর

93) বাংলায় আমি এমন আগুন জ্বালাইব, যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না উক্তি টি করেছেন-

ক) মঁসিয়ে লা

খ) মীরজাফর

গ) ওয়াটসন

ঘ) কর্নেল ক্লাইভ

94) 'কমরেড কথা কও'-কার রচনা

ক) সুভাষ মুখোপাধ্যায়

খ) সুবোধ ঘোষ

গ) শ্রীপান্থ

ঘ) নবনীতা দেবসেন

95) রুপাই ও সাজুর প্রণয় গাঁথা শোক কাব্য টি-

ক) রাখালী

খ) নক্সী কাঁথার মাঠ

গ) বালুচর।

ঘ) সোজন বাদিয়ার ঘাট

96)"ঢোল গোবিন্দ" ছদ্মনাম'টি-

ক) সৈয়দ আলাওল

খ) সুভাষ মুখোপাধ্যায়

গ) গোবিন্দ দাস

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

97) ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। - ক্রিয়ার কাল। 

ক) ঘটমান অতীত

খ) সাধারণ অতীত

গ) সাধারণ বর্তমান

ঘ)ঐতিহাসিক বর্তমান

98) শ্রীকৃষ্ণকীর্তন কত খন্ডে বিভক্ত?

ক) ১২ খন্ডে 

খ) ১৩ খন্ডে 

গ) ১৪ খন্ডে  

ঘ) উপরের কোনটি নয়

99) জেন্দ আবেস্তা কোন ভাষায় রচিত? 

ক) ইংরেজি

খ) ফার্সি

গ) আরবি

ঘ) হিব্রু

100) মুক্ত দীপ্ত সে " মহাজীবনে " চিত্ত ভরিয়া লব।(কারক)

ক) কর্তৃ কারক

খ) কর্ম কারক

গ)অপাদান কারক

ঘ) নিমিত্ত কারক


#বাংলা তথ্যভান্ডার (এস এস সি) 

#প্রশ্ন নির্মাণ - সুদীপ রায়

⏩এস এস সি পরীক্ষার অন্তর্গত সাহিত্যের ইতিহাস (প্রাচীন, মধ্য, আধুনিক) + অনুবাদ অনুষঙ্গ (ভারতীয় ও আন্তর্জাতিক) + সাহিত্যের রূপরীতি = 105 টি pdf ।

মূল্য = 400/-

যোগাযোগ - 7278751987 (WhatsApp) 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🌷বৃন্দাবন দাস (এস এস সি )🌷

✍️সাত ভাই চম্পা (বিষ্ণু দে)

🍁মালাধর বসু (ভাগবতের অনুবাদক )🍁