পোস্টগুলি

এস এস সি পরীক্ষার অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী (Practice Set) (গুরুত্বপূর্ণ -100)

ছবি
 1)গিরিশচন্দ্র ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?  ক) দীপক খ) পূর্ণিমা গ) কৃত্তিবাস ঘ) সাধারনী 2) "বেপরোয়া" পত্রিকার সম্পাদক ছিলেন- ক) সমরেশ বসু খ) মহাশ্বেতা দেবী গ) লীলা মজুমদার ঘ) বনফুল 3)শক্তি চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন?  ক) সাহিত্য পত্র খ) নবযুগ গ) পরিচয় ঘ) কৃত্তিবাস 4)"সওগাত" পত্রিকার সম্পাদক ছিলেন- ক) সৈয়দ মুজতবা আলি খ) নজরুল ইসলাম গ) জীবনানন্দ দাশ ঘ) সুভাষ মুখোপাধ্যায়  5) পরশুরাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?  ক) অবোধবন্ধু খ) চলন্তিকা গ) বর্তিকা ঘ) কলিকলম  6) জীবনানন্দ দাশ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?  ক) দীপক খ) দৈনিক স্বরাজ গ) কালিকলম ঘ) ভারতবর্ষ 7) "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসের পূর্বনাম কী?  ক) প্রতিশ্রুতি খ) উৎসর্গ  গ) শিশু ঘ) সত্যবতী 8) কেহ কাঁদে ,কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা। - কোন কাল?  ক) সাধারণ বর্তমান খ) ঘটমান বর্তমান গ) পুরাঘটিত বর্তমান ঘ) বর্তমান অনুজ্ঞা  9) পিপীলিকা > কিপিল্লিকা - ধ্বনি পরিবর্তন।  ক) বিপর্যাস খ) মধ্য ব্যঞ্জনলোপ গ) সমীভবন ঘ) বিষমীভবন 10)#গিরি - পদ পরিবর্তন ক) গৈরিক খ) গি...

B.ed all 60 lesson plan (History)

https://drive.google.com/drive/folders/1OzyFftWlpN0JBKqDzvpfw03zdDfNSsua All lessons plan - 300/- For download contact on WhatsApp - 7278751987

✍️সাত ভাই চম্পা (বিষ্ণু দে)

ছবি
  সাত ভাই চম্পা                                               বিষ্ণু দে                    {কাব্যগ্ৰন্থ - সাত ভাই চম্পা (১৯৪৫)} ১)"চম্পা! তোমার মায়ার অন্ত নেই" - চম্পার মায়ার অন্ত নেই কেন? উঃ- কবি বিষ্ণু দে রচিত "সাত ভাই চম্পা" কবিতায় 'চম্পা' অর্থাৎ চাঁপা ফুলের কথা বলা হয়েছে। যার আবির্ভাব বসন্তের শেষে গ্রীষ্মের প্রবল দাবদাহে। যে যন্ত্রণা, যে কষ্ট সহ্য করে চম্পার জন্ম হয়েছে তা সত্যিই স্বপ্নাতীত। গ্রীষ্মের প্রবল দাবদাহে চাঁপা ফুলের আগমন হলেও তার গন্ধে যেমন সারা পরিবেশ সুরভিত হয় এবং মায়ায় ভরে ওঠে, সেই প্রসঙ্গকে কেন্দ্র করেই কবি এই প্রসঙ্গের অবতারণা করেছেন। ২)"কত-না পারুল-রাঙানাে রাজকুমার  কত সমুদ্র কত নদী হয় পার!" - তাৎপর্য ব্যাখ্যা কর।                            অথবা "বিরাট বাংলা দেশের কত-না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণাই" - তাৎপর্য ব্...

🙏 প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর 🙏

ছবি
  1)রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ কোনটি? 👉 'বিবিধপ্রসঙ্গ' (১৮৮৩)  2)রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? সেটি কত সালে কোন্ কোন্ পত্রিকায় প্রকাশিত হয়? 👉 'ভুবনমোহিনী প্রতিভা'। সেটি 'জ্ঞানাঙ্কুর' ও 'প্রতিবিম্ব' পত্রিকার কাৰ্তিক ১২৮৩ সংখ্যায় প্রকাশিত হয়।  3)রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রকাশিত প্রবন্ধ কোনটি? 👉 'সভ্যতার সংকট' (১৯৪১)।  4)‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’। --- কোন্ প্রবন্ধে রবীন্দ্রনাথ এ কথা বলেছেন? 👉 'সভ্যতার সংকট' প্রবন্ধে।  5)রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ কোন্ পত্রিকা সম্পাদনা করেন? 👉 'সাধনা' (১৮৯৪), 'ভারতী' (১৮৯৮), 'বঙ্গদর্শন' (১৯০১), 'তত্ত্ববোধিনী' (১৯১১)।  6)রবীন্দ্রনাথের সমাজচিন্তামূলক প্রবন্ধগুলি কোথায় সংরক্ষিত হয়েছে? 👉সমাজ (১৯০৮) সংকলনে সংকলিত হয়েছে।  7)রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ে লেখা রাজনীতি-সংক্রান্ত প্রবন্ধগুলি সংকলিত হয়েছে কোথায়? 👉কালান্তর (১৯৩৭) সংকলনে।  8)রবীন্দ্রনাথের ধর্মভাবনা ও আধ্যাত্মিক অভিভাষণগুলি সংকলিত হয়েছে কোথায়? 👉ধর্ম (১৯০৯) ও শান্তিনিকেতন ...

🙏প্রাবন্ধিক বিদ্যাসাগর 🙏

ছবি
  ১)বিদ্যাসাগর এর জন্ম কত সালে? 👉১৮৩০। ২) বাংলা সাহিত্যের প্রথম শোকগ্ৰন্থ কোনটি? 👉 প্রভাবতী সম্ভাষণ। ৩)বিদ্যাসাগরের স্কুল পাঠ্য বই কোনগুলি? 👉বাঙ্গালার ইতিহাস, জীবনচরিত, বোধোদয়, কথামালা, বর্ণপরিচয়।। ৪)"জল পড়ে পাতা নড়ে" বিখ্যাত লাইনটি কোন‌ গ্ৰন্থের? 👉বর্ণপরিচয়। ৫) বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কে ? 👉 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৬)"বাসুদেব চরিত" ভাগবতের কোন স্কন্ধ থেকে নেওয়া? 👉দশম। ৭)বিদ্যাসাগরের দাম্পত্য সঙ্গীর নাম কি? 👉দীনময়ী দেবী। ৮) কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? 👉 বেতাল পঞ্চবিংশতি। ৯)কোন গ্রামে বিদ্যাসাগরের জন্ম? 👉 বীরসিংহ। ১০)"ভ্রান্তিবিলাস" কার কোন রচনার অনুবাদ? 👉শেক্সপিয়ারের কমেডি অফ এরস। ১১)বিদ‍্যাসাগর এর মৃত‍্যু? 👉১৮৯১,২৯জুলাই। ১২)বিদ্যাসাগর কোন শতক এর কবি? 👉 উনবিংশ। ১৩)বিদ্যাসাগরের প্রথম রচনার নাম কী? 👉 বাসুদেব চরিত। ১৪)সংস্কৃত ব্যতীত কোন কোন বিষয়ে তার বিশেষ বুৎপত্তি ছিল? 👉 বাংলা ও ইংরেজি। ১৫)‘বিদ্যাসাগর চরিত’ গ্রন্থটি কে প্রকাশ করেন? 👉 নারায়ন চন্দ্র। ১৬)বিদ্যাসাগরের শ্রেষ্ঠ অনুবাদ কোনটি? 👉 শকুন...

✋ কমলাকান্ত ভট্টাচার্য সমগ্ৰ✋

ছবি
  ১)কমলাকান্তের দীক্ষাগুরুর নাম কি? 👉 কালিকানন্দ ব্রহ্মচারী। ২)তেজশ্চন্দ্র কোথায় তার জন্য সাধন ভজনের মন্দির তৈরি করে? 👉কোটালহাট। ৩)রামপ্রসাদ সেন এর পরেই শ্যামা সংগীতের অন্যতম প্রধান কবি কে? 👉 কমলাকান্ত ভট্টাচার্য। ৪)তেজশ্চন্দ্র কোথায় তার জন্য বাড়ি তৈরি করে দেন?  👉লাকুড্ডিতে । ৫) কমলাকান্তের শ্যামাসঙ্গীত কোথায় থেকে প্রকাশিত হয়? 👉 বর্ধমানের রাজবাড়ি। ৬)তিনি কোন মন্দিরে সাধনা করে সিদ্ধিলাভ করেন? 👉বিশালাক্ষী। ৭)"কাল স্বপ্নে শঙ্করি মুখ হেরি" কোন পর্যায়ের পদ?  👉 আগমনী। ৮)"ওরে নবমী নিশি না হইয় রে অবসান" -কোন পযায়ের পদ? 👉বিজয়া। ৯)কমলাকান্ত শীর্ষক চার অঙ্কের নাটকটি কে লিখেন? 👉বিজয়চন্দ্র মহতাব। ১০)কমলাকান্তের উপাধি কি? 👉 ভট্টাচার্য। ১১)শাক্ত পদাবলীর সচেতন কবি কে? 👉 কমলাকান্ত ভট্টাচার্য। ১২)সাধক কবি নামে কে পরিচিত? 👉 কমলাকান্ত ভট্টাচার্য ‌ ১৩) "কমলাকান্ত পদাবলী" কে প্রকাশ করেন? 👉 শ্রীকান্ত মল্লিক। ১৪)"সম্পূর্ণ কমলাকান্তের পদাবলীর" সম্পাদক কারা? 👉বসন্তরঞ্জন রায় এবং অটলবিহারী ঘোষ। ১৫)কোন পূজার অঘ্য ছিল তাঁর সংগীত? 👉শ্যামা  ১৬)"সম্পূর...