এস এস সি পরীক্ষার অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী (Practice Set) (গুরুত্বপূর্ণ -100)

1)গিরিশচন্দ্র ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ক) দীপক খ) পূর্ণিমা গ) কৃত্তিবাস ঘ) সাধারনী 2) "বেপরোয়া" পত্রিকার সম্পাদক ছিলেন- ক) সমরেশ বসু খ) মহাশ্বেতা দেবী গ) লীলা মজুমদার ঘ) বনফুল 3)শক্তি চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ক) সাহিত্য পত্র খ) নবযুগ গ) পরিচয় ঘ) কৃত্তিবাস 4)"সওগাত" পত্রিকার সম্পাদক ছিলেন- ক) সৈয়দ মুজতবা আলি খ) নজরুল ইসলাম গ) জীবনানন্দ দাশ ঘ) সুভাষ মুখোপাধ্যায় 5) পরশুরাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ক) অবোধবন্ধু খ) চলন্তিকা গ) বর্তিকা ঘ) কলিকলম 6) জীবনানন্দ দাশ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ক) দীপক খ) দৈনিক স্বরাজ গ) কালিকলম ঘ) ভারতবর্ষ 7) "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসের পূর্বনাম কী? ক) প্রতিশ্রুতি খ) উৎসর্গ গ) শিশু ঘ) সত্যবতী 8) কেহ কাঁদে ,কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা। - কোন কাল? ক) সাধারণ বর্তমান খ) ঘটমান বর্তমান গ) পুরাঘটিত বর্তমান ঘ) বর্তমান অনুজ্ঞা 9) পিপীলিকা > কিপিল্লিকা - ধ্বনি পরিবর্তন। ক) বিপর্যাস খ) মধ্য ব্যঞ্জনলোপ গ) সমীভবন ঘ) বিষমীভবন 10)#গিরি - পদ পরিবর্তন ক) গৈরিক খ) গি...